মিজান লিটন: চাঁদপুর শহরের ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পে গতকাল রবিবার বিকেলে দারুল কুরআন মাদ্রাসার লম্পট শিক্ষক আঃ হাই কর্তৃক ১২বছরের শিশু বলৎকারের ঘটনা ঘটেছে। ঘটনার বিবরণে জানা যায়, দারুল কুরআন মাদ্রাসার শিক্ষক আঃ হাইকে মাদ্রাসার পরিচালনা কমিটির মোতালেব পাটওয়ারী, লিটন হাজী, মাওলানা এমদাদ, কামাল, আঃ ছাত্তার, আঃ কাদের, টিটু গাজীসহ কয়েকজন নিয়োগ দেয়। নিয়োগের পর থেকেই তার কু-দৃষ্টি শিশুদের উপর পড়ে। অনেক শিশুর অভিভাবক জানায়, তারা মক্তবে প্রতিমাসে আড়াই শ’ টাকা বেতন, প্রতিবেলা শিক্ষকের খাবার ও ভর্তির জন্য ১শ’ ১০টাকা ফি দিয়ে ভর্তি করান। যাতে করে তাদের ছেলে মেয়েরা শিক্ষার আলো দেখতে পায়। কিন্তু লম্পট আঃ হাই যোগদানের পর থেকেই অনেক শিশুর প্রতি তার কু-নজর পড়ায় শিশুরা তার প্রতি বিরুপ প্রতিক্রিয়া দেখায়। তারা মক্তবে যেতে অনিহা প্রকাশ করে। অনেক অভিভাবক মোতালেব পাটওয়ারী, টিটু গাজীকে বিষয়টি অবহিত করলেও তারা কর্ণপাত করেনি। নির্যাতনের শিকার শিশুটি জানায়, গত কয়েকদিন পূর্বেও পর পর একাধিকবার এ ধরনের নির্যাতনের শিকার হয় এবং শিক্ষকের বিভিন্ন কাজে যেতে অনিহা প্রকাশ করে। গতকাল শিশুটি দুপুরের খাবার নিয়ে শিক্ষকের কাছে গেলে শিক্ষক কৌশলে তাকে শারিরীক নির্যাতন করে। পরে শিশুটি তার বাবা-মায়ের কাছে ঘটনাটি জানালে তার বাবা-মা আশ্রয়নের লোকজনসহ লম্পটকে আটক করে কাবে আটক করে রাখে। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক বিমল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তেজিত লোকজনদের সঠিক বিচার করবে বলে আশ্বস্ত করে আসামী নিয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। আশ্রয়ন প্রকল্পের বের হওয়া মুহুর্তে পিছন থেকে পুরুষ-মহিলাসহ প্রায় শতাধিক উশৃংখল লোকজন আসামীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্য আসতে থাকে। এক পর্যায় ব্যর্থ হয়ে তারা পিছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলে উপ-পরিদর্শক বিমল ও সংবাদকর্মী আহত হয়। আহত পুলিশ কর্মকর্তাকে স্থানীয় ফার্মেসীতে প্রাথমিক চিকিৎসা দিয়ে আসামীসহ মডেল থানায় নিয়ে আসে। এ খবর থানায় পৌঁছলে মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব মোর্শেদ, সেকেন্ড অফিসার মাহবুব মোল্লা, ডিবি পরিদর্শক মামুনসহ প্রায় শতাধিক পুলিশ সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়। মডেল থানার ওসি উপস্থিত আশ্রয়ন প্রকল্পের নেতৃত্বস্থানীয় লোকদের কাছে ঘটনার বিবরণ জানেন। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, এখানে যে কোন সমস্যায় মডেল থানার পুলিশ উপস্থিত হয়ে সব সময় সহযোগিতা করে আসছে। যারা এর সাথে জড়িত আপনারাই তাদেরকে নিয়ে সোমবার সকাল ১০টার মধ্যে থানায় উপস্থিত হবেন। আপনারা না আসলে পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।