শওকত আলী॥
দক্ষীন ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ ঘরমুখো যাত্রীদের নিরাপদে পৌছার দিক বিবেচনা করে যাত্রীদের সুবিধার্থে পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষ্যে চট্রগ্রাম-চাঁদপুর-চট্রগ্রামের মধ্যে ৪টি বিশেষ যাত্রীবাহি ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহন করেছে,রেলওয়ে কর্তৃপক্ষ। আগামী ৯ সেপ্টেম্বর থেকে ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ চট্রগ্রাম-চাঁদপুরের মধ্যে চলাচল করবে। সাকুলার নং৫৪.০১.১৫০০.১০৮.০২.০৩৭,১৩এর মাধ্যমে চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট/পূর্ব এর কার্যালয় হতে শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ে চট্রগ্রাম হতে সারা দেশের ন্যায় চট্রগ্রাম-চাঁদপুরে ট্রেন চলাচলের এ আদেশ চাঁদপুর স্টেশন মাস্টারের কাছে পাঠান বলে স্টেশন মাস্টার মাহাম্মদ হোসেন মজুমদার নিশ্চিত করেন। আগামী ৯ সেপ্টেম্বর ঈদ স্পেশাল-১-চট্রগ্রাম থেকে সকাল ১১টা ৩০মিনিটে ছেড়ে চাঁদপুর পৌছবে বিকেল ৫টা ৫মিনিটে। ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্রগ্রামের উর্দ্দেশে ছেরে যাবে ভোর রাত ৩টা ৪৫ মিনিটে,চট্রগ্রাম পৌছবে সকাল ৯টা ১৫মিনিটে।ঈদ স্পেশাল-৩ চট্রগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ৩০মিনিটে,চাঁদপুর পৌছবে রাত ৮টা ৫মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্রগ্রাম গিয়ে পৌছবে দুপুর ১২টায়। ঈদ স্পেশাল-১ও ২ ঈদের পূর্ব দিন পর্যন্ত চলাচল করবে এবং ঈদের পরের দিন থেকে ৭দিন পর্যন্ত ঈদ স্পেশাল ১ও২ এ রুটে চলাচল করবে। । ঈদ স্পেশাল-৩ ও ৪ ঈদের পরের ২দিন হতে ৭দিন পর্যন্ত চলাচল করবে।