উচ্চ হারে জ্বালানি তেলের মূল্য বাড়ার পর এ মাসেই বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত আসতে পারে। আগামী ১৫ই সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) এই সংক্রান্ত একটি সভা হওয়ার কথা রয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর গণশুনানিকালে বিইআরসি’র টেকনিক্যাল কমিটি পাইকারি বিদ্যুতে ২ দশমিক ৯৯ টাকা বাড়ানোর সুপারিশ করেছিল। অর্থাৎ প্রায় ৫৮ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে ওই কমিটি। কিন্তু কমিশন এখন ওই সুপারিশ থেকে কমিয়ে ন্যূনতম দাম বাড়ানোর বিষয়ে ভাবছে। কারণ হিসেবে একজন সদস্য বলছেন, বাজেটে বিদ্যুতের ভর্তুকি রাখা হয়েছে। ফলে সামান্য হলেও বিদ্যুতের দাম বাড়বেই। এ বিষয়ে বিইআরসি’র সদস্য (বিদ্যুৎ) মোহাম্মদ বজলুর রহমান মানবজমিনকে বলেন, নিয়ম অনুযায়ী শুনানির পরবর্তী তিন মাসের (কার্যদিবস) মধ্যেই দাম বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত দেয়ার বাধ্যবাধকতা রয়েছে। আর এই তারিখটা ধরা হয় পোস্ট হেয়ারিংয়ের পর থেকে। সেই হিসাবে ৩১শে মে পোস্ট হেয়ারিং হয় কমিশনে।
আশা করি, চলতি মাসেই বিদ্যুতের নতুন দাম ঘোষণা করতে পারবো।