শরীফুল ইসলাম *
জেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান কালু ভূইয়ার উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার বিকেলে সদর উপজেলা যুবলীগের আয়োজনে বিােভ সমাবেস অনুষ্ঠিত হয়েছে। শহরের শপথ চত্ত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব ওসমান গনি পাটোয়ারী। সদর উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক মনির হোসেন ঢালীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন বাবর, জেলা শ্রমিক লীগের সভাপতি নূরুল ইসলাম মিয়াজী, মহিলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপিকা মাসুদা নূর, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. মোতালেব, শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আবু পাটোয়ারী, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, বাবু ঝন্টু দাস, শহর যুবলীগের সভাপতি মামুনুর রহমান দোলন, সদস্য আবুল কাসেম ও শহর যুবলীগের সহ-সভাপতি শাজাহান পাঠান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ওসমান গনি পাটোয়ারী বলেন, মিজানুর রহমান কালু ভূইয়ার উপর যে হামলা হয়েছে তা কোন মতেই মানা যায় না। আমরা সম্পূর্ণভাবে এর দায় দায়িত্ব তুলে দিয়েছি পুলিশের হাতে। আগামী এক সপ্তাহের মধ্যে অপরাধীদের খুঁজে বের করতে হবে। যদি না করতে পারেন তবে এর দায়ভার আপনাদের নিতে হবে। এ বর্বর হামলার সাথে যারা জড়িত যতণ পর্যন্ত তারা ধরা না পড়ছে আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। চাঁদপুর শহরকে যারা অশান্ত করতে চায় তাদেরকে ছাড় দেওয়া হবে না। আমরা দলের প্রত্যেকে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করি কোন সন্ত্রাসীরাই আমাদের উপর হামলা করতে পারবে না।
শিরোনাম:
বৃহস্পতিবার , ২৭ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ , ১৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।