শাহারিয়ার খান কৌশিক ॥
ঢাকা থেকে চাঁদপুরগামী যাত্রীবাহী সোনারতরী-২ লঞ্চ থেকে নদীতে ঝাপ দিয়েছে অজ্ঞাত এক যুবতি। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭ টায় মুন্সিগঞ্জ গজারিয়া নামক স্থানে নদীতে। ঘটনার পরই খবর পেয়ে কোষ্টগার্ড ও নৌ পুলিশ ঘটনাস্থলে যুবতিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। লঞ্চে থাকা প্রত্যোকদর্শী যাত্রীরা জানায়, চাঁদপুরের অজ্ঞাত নামে ১৮ বছরের এক যুবতি ডাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে সোনার তরী-২ লঞ্চ যোগে রওনা হয়। লঞ্চটি মুন্সিগঞ্জ পেরিয়ে গজারিয়া নামক স্থানে আসার পর ঐ অজ্ঞাত যুবতি লঞ্চের ডেকের পাশে সীটে বসে থাকা ওয়্যারলেস মুন্সি বাড়ির এক মহিলার কাছে তার হাতের ব্যাগটি দিয়ে বাথরুমে যাওয়ার কথা বলে উঠে যায়। লঞ্চের পিছনে গিয়ে কাউকে কোন কিছু বুঝতে না দিয়ে নদীতে ঝাপ দেয়। যাত্রীরা দেখতে পেয়ে হৈচৈ শুরু করলে সোনার তরী লঞ্চের মাষ্টার লঞ্চ থামিয়ে দেয়। পরে খবর পেয়ে কোষ্টগার্ড ও নৌ পুলিশ এসে যুবতিকে উদ্ধারের চেষ্টা চালায়।
যাত্রীরা জানায়, প্রেম গঠিত ঘটনায় অভিমানে যুবতি নদীতে ঝাপ দিয়েছে বলে অনেকেই ধারনা করছে। এসময় তার সাথে অন্য কেউ ছিলো কিনা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত যুবতিকে উদ্ধার করা সম্ভব হয়নি।