চাঁদপুরসহ দেশের সকল জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমিটি ভেঙ্গে দিয়েছে সরকার। কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকার এ পদৰেপ নেয়। একই সাথে নব্বই দিনের মধ্যে নির্বাচন করে নতুন কমিটি গঠনের জন্যে বলা হয়। গত ১৮ আগস্ট জেলা প্রশাসকের কাছে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত চিঠি আসে।
২০১০ সালের ২৭ জুন চাঁদপুরসহ সারাদেশে একযোগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা কমান্ড ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে নির্বাচিত কমান্ড গঠন করা হয়। ২ জুলাই নির্বাচিত কমিটি শপথ ও দায়িত্বভার গ্রহণ করে। তিন বছরের মেয়াদে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সরকার সারাদেশে কমিটি ভেঙ্গে দিয়েছে। একই সাথে নব্বই দিনের মধ্যে নির্বাচন করার জন্য বলা হয়। এখন থেকে নির্বাচন পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকবেন জেলা প্রশাসক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। তাদের তত্ত্বাবধানেই নির্বাচন হবে।
এ ব্যাপারে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এমএ ওয়াদুদের সাথে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন।