চাঁদপুরের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল
মিজান লিটন: উচ্চ আদালতের আদেশ পালন না করায় চাঁদপুরের ডিসিসহ সাতজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছে হাইকোর্ট। রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা আবেদনের পরিপ্রেক্ষিতে এই রুল জারি করেন। আদালতে আবেদনকারী পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত রায়। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, স্থানীয় বাসিন্দা আলফু গাজী মহামায়া মসজিদের পাশের পুকুর ভরাট বন্ধ করতে জনস্বার্থে হাইকোর্টে একটি আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জুলাই পুকুর ভরাটে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পরও কতিপয় ব্যক্তি পুকুর ভরাট অব্যাহত রাখে। এরপর আদালত রোববার আদালত অবমাননার এ রুল জারি করেন। জেলা প্রশাসক ইসমাইল হোসেন ছাড়া বাকিরা হচ্ছেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (চট্টগ্রাম) জাফর আলম, পরিবেশ অধিদপ্তরের (চাঁদপুর) সহকারী পরিচালক আরেফিন বাদল, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর শাহিন খান, চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোরশেদ, মহামায়া বাজারের বাসিন্দা কামাল হোসেন ও সোহাগ পাটওয়ারী। এদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না ৭ দিনের মধ্যে তা আদালতকে জানাতে বলা হয়েছে বলেও জানান মনজিল মোরসেদ।