রফিকুল ইসলাম বাবু
মতলব দক্ষিনে পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় হৃদযন্ত্রেক্রিয়া বন্ধ হয়ে ফজর আলী পাঠান (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে । বুধবার রাতে মতলব পৌরসভার ২ নং ওয়ার্ডের দখরপুর এলাকায় এ ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীরা জানিয়েছে সন্ধ্যার পর ওই এলাকার কয়েকজন জুয়া খেলছিল । পুলিশ আসার সংবাদ পেয়ে জুয়াড়িরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ফজর আলী পাঠান কিছুদূর যাওয়ার পর হঠাৎ মাটিতে পড়ে যান । স্থানীয় লোকজন ও মতরব দক্ষিন থানা পুলিশের টহল দল তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে । এর পর অবস্থা আশংকা জনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য রাত ১২টায় চাঁদপুর সদর জেনারেল হাসপাতলে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন । জানযায়, সন্ধ্যা পরে মতলব দক্ষিন থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খোরশেদ সঙ্গীয় ফোর্স নিয়ে দখরপুর এলাকায় টহলে যায়। এ সময় রাস্তার পাশের একটি টং ঘরে একদল জুয়ারি জুয়া খেলছিলো । পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারিরা পালিয়ে দৌড়ে পালাতে থাকে । কিছু দূর যাওয়ার পর ওই এলাকার মুত ছিডু পাঠান এর পুত্র রিকাসা চালক ফজল আলী পাঠান হঠাত অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যায় । এ সময় স্থানীয় লোকজন এবং পুলিশ তাকে উদ্ধার করে মতলব হাসপাতালে নিয়ে আসে । পরে চাঁদপুর নেয়ার পথে তার মৃত্যু হয় । পুলিশ বলছে মৃত্যুর ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে ।
শিরোনাম:
বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।