চাঁদপুরের সেই পলাতক আসামী মোহন গাজী(৩২) কে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) চাঁদপুর শাখা আটক করতে সক্ষম হয়েছে।
২০সে সেপ্টেম্বর সোমবার সন্ধ্যা ৭ টার সময় তালতলা গাজী বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এ তথ্য নিশ্চিত করেন আরএনবি চাঁদপুরের ইনচার্জ (হাবিলদার) মোঃ খোরশেদ আলম।
তিনি জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সঙ্গীয় ফোর্সসহ মোহন গাজীকে আটক করি। সে তালতলা গাজী বাড়ীতে তার এক আত্ত্বীয়ের বাসায় আত্মগোপন করে ছিলো। পরে তাকে আমরা সেখান থেকে আটক করে রেলওয়ের জিআরপি থানায় হস্তান্তর করেছি।আগামীকাল তাকে কোর্টে চালান দেওয়া হবে।
এদিকে এর আগে ওয়াসফিটে রেল লাইনে ব্যবহৃত চুরি যাওয়া ১৬টি ফিসপ্লেটের মধ্যে ১০টি উদ্বারসহ মোহন ও মনির নামের ২ চোরকে রোববার আটক করে আরএনবি। তাদের মধ্যে কাঁচ্চা কলোনির জলিল গাজীর ছেলে হচ্ছে মনির গাজী (৩০) ও মৃত রতন গাজীর ছেলে মো. মোহন গাজী (৩২)।
তারা ১২ সেপ্টেম্বর ভোর রাত ৪ টার দিকে রেলওয়ে ওয়াসফিট থেকে ফিসপ্লেট গুলো চুরি করে। পরে তারা অটোবাইক যোগে শহরের মিশন রোডের জাহাঙ্গীর ও নতুন বাজার এলাকার পুরাতন লোহা ব্যবসায়ী মুকবুলের নিকট ৯ হাজার ৬শ’ টাকা কেজি দরে এগুলো বিক্রি করেছিলো। যা আটক দুই চোর আরএনবি’র কাছে স্বীকার করেছে। পরে রোববার সকাল ১১ টায় কৌশলে মোহন পালিয়ে যায়। পরে তাকে আজ সন্ধ্যায় পুনরায় আটক করা হয়।