স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে অজ্ঞান পার্টির খাওয়ানো খাদ্যেরুু বিষক্রিয়ায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৭০) মৃত্যু হয়েছে।
শনিবার রাত আনুমানিক ৩টায় বড় স্টেশন ফ্লাট ফর্ম থেকে চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ বৃদ্ধ কে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিযে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বিষক্রিয়ায় রোববার দুপুরে বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানায় চাঁদপুর রেলওয়ে থানা পুলিশ।
রবিবার চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়রি করা হয়। যার নং-৩। তারিখ-১/৫/২০১৬ইং।
স্টেশন মাষ্টার মোঃ হোসেন মজুমদার জানায়, শনিবার রাতে বড় স্টেশন ফ্লাট ফর্মে অজ্ঞাতনামা এক বৃদ্ধ ছটফট করতে থাকে। পরে একটি মেমো দিয়ে রেলওয়ে থানা পুলিশের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়। ধারনা করা হচ্ছে ট্রেনে চাঁদপুর আসার সময় অজ্ঞান পার্টির সদস্যরা বৃদ্ধকে খাদ্যে কিছু মিশিয়ে দিয়ে খাইয়ে দিয়েছে। তার কোন পরিচয় জানা যায় নি।
চাঁদপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উছমান গনি পাঠান জানায়, স্টেশন মাষ্টার বিষয়টি জানালে কনস্টেবল শাহজাহান কে দিয়ে হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন অবস্থায় ডাক্তার বৃদ্ধ কে মৃত ঘোষনা করে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ জানায়, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে রবিবার দুপুরে বিষয়টি জানালে বৃদ্ধের লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। পরিচয় না জানায় পরে আঞ্জুমান খাদেমুল ইনসানের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হবে।