স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের স্বর্ণখোলা, পুরান বাজার ও রেলওয়ে হরিজন কলোনির ৫ শতাধিক হরিজন সম্প্রদায়ের সদস্যদের গত ৪ মাস যাবত অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রদান করায় বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ করেছে হরিজনরা।
বৃহস্পতিবার বিকেলে শহরের নতুন বাজারস্থ চাঁদপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমানের কার্যালয় ঘেরাও ও বিক্ষোভ করেছে হরিজন সম্প্রদায়ের শত শত লোকজন।
জানা যায়, চাঁদপুর শহরের স্বর্ণখোলা, পুরান বাজার ও রেলওয়ে হরিজন কলোনিতে প্রায় ৩ হাজার হরিজন সম্প্রদায়ের লোকেরা বিগত ২শ’ বছর যাবত বসবাস করে আসছে। বিগত বছর গুলোতে হরিজনদের ব্যবহারকৃত বিদ্যুৎ বিল চাঁদপুর পৌরসভা ও রেলওয়ে পরিশোধ করতো। গত প্রায় ৪ মাস পূর্বে হরিজনদেরকে পৌর মেয়র লিখিত ভাবে জানিয়ে দিয়েছে যে, গত মে মাস থেকে আগামীতে হরিজনরাই তাদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে। হরিজনরা পৌরসভা থেকে ৯শ’ টাকা বেতন পায়। প্রতিমাসে তাদের বিদ্যুৎ বিল আসে ৫-৬শ’ টাকা। বর্তমানে হরিজনদের মে মাস থেকে আগষ্ট মাস পর্যন্ত এ ৪ মাসে বিল এসেছে ২১শ’ ৮২ টাকা থেকে ২৪শ’ ৬৩ টাকা। অতিরিক্ত বিদ্যুৎ বিল কমানোর দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচী পালন করতে তারা বাধ্য হয়।
হরিজন সম্প্রদায়ের নেতা শ্যামল হরিজন জানান, চাঁদপুরে বসবাসরত হরিজনরা প্রতিমাসে পৌরসভা থেকে ৯শ’ টাকা বেতন পাচ্ছে। তার মধ্যে ৬শ’ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। তাই আমরা বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর বিদ্যুৎ বিল কমানোর দাবীতে এ কর্মসূচী পালন করি। এ ছাড়া যেহেতু বিদ্যুতের মিটার পৌর মেয়রের নামে সেহেতু পৌর মেয়র পৌরসভা থেকে এ বিল পরিশোধ করে আমাদেরকে দায় মুক্ত করার জন্য আমরা হরিজনরা পৌর মেয়রের কাছে দাবী জানাচ্ছি।
নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহামান তার কার্যালয়ে না থাকায় এ ব্যাপারে বিদ্যুৎ অফিসের এসডি মোঃ ইসমাইল হোসেন আগামী রবিবার বিদ্যুৎ বিল কমানোর আশ্বাস প্রদান করে হরিজনদের বিদ্যুৎ অফিস কার্যালয় থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ জানান।