স্টাফ রিপোর্টার:
॥ দেশের ৬৪ জেলাকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে চাঁদপুরে এই প্রথম অনুষ্ঠিত হয়েছে জেলা ব্র্যান্ডিং কর্মশালা। বুধবার সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং মন্ত্রি পরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই-এর সহযোগিতায় কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন।
সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল হাই এর উপস্থাপনায় চাঁদপুর জেলার খ্যাতিনামা জিনিসগুলো তুলে ধরে ডুকুমেন্টারী প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই ই-সার্ভিসের পরিচালক ড. মো. আব্দুল মান্নান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধামন্ত্রীর কার্যালয়ের এটুআই ই-সার্ভিস স্পেশালিষ্ট মো. মামুনুর রশিদ ভুঁইয়া, স্পেসালিষ্ট মানিক মাহমুদ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থপনা পরিচালক শরীফুল ইসলাম, চাঁদপুরের পুলিশ সুপার শামসুন্নাহার, জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।