স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরে অপহরন হওয়া অপহৃতাকে ২মাস ৯দিন পর সিলেটের মৌলভীবাজার জেলার বড় লেখা এলাকার থেকে মঙ্গলবার ভোর ৫টায় চাঁদপুর মডেল থানার পুলিশ উদ্বার করে বিকেল ৫টায় চাঁদপুর মডেল থানায় নিয়ে আসে। এ সময় অপহরনকারী আল-আমিন (২৫) কে আটক করতে সক্ষম হয়েছে। মামলার বিবরন থেকে জানা গেছে,গত ২৫ জুলাই মাসে সদর উপজেলার তরপুর চন্ডী কাশেম বাজার এলাকা থেকে সকাল ১০টায় রাজিয়া আক্তার(১৫) কে এলাকার কুদ্দুছ গাজীর ছেলে রংমেস্তরী আল-আমিনসহ একদল যুবক অপহরন করে নিয়ে যায়। বহু খোজা খুজি করে কিশোরীকে না পেয়ে তার পিতা মিজানুর রহমান বাদী হয়ে ১২আগস্ট চাঁদপুর চাঁদপুর মডেল থানায় একটি অপহরন মামলা দায়ের করে। পরে ব্যাপক চেস্টা চালিয়ে মামলার তদন্তকারী কর্মকতা মডেল থানার উপ-পরিদর্শক মো: নিজাম উদ্দিন ভুঁইয়া গতকাল মঙ্গলবার সঙ্গীয় ফোর্সসহ বড়লেখা থানার পুলিশের সহযোগীতায় অপহরন হওয়া কিশোরীকে উদ্বার ও অপহরন কারী যুবক আল-আমিনকে আটক করে। এব্যাপারে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ অলিউল্লাওলি জানান, ভিকটিমকে মৌলভীবাজার জেলার বড় লেখা এলাকার থেকে উদ্বার করা ও অপহরন কারীকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরন করা হলে আদালত পরবর্তী ব্যাবস্থা গ্রহন করবে।