শাহরিয়ার খান কৌশিক॥
চাঁদপুরে সারাদেশের ন্যায় অবৈধ মোটর সাইকেল, সিএনজি ও অনান্য যানবাহনের উপর মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করেছে। আজ রবিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর শহরের ৩টি স্পটে পুলিশ অভিযান চালিয়ে বেশকিছু অবৈধ মোটর সাইকেল জব্দ করে। লাইসেন্স বিহীন মোটর সাইকেল,হেলমেট বিহীন মোটর সাইকেল চালানোর অপরাধে পুলিশ বেশ কিছু মামলা করে। শহরের পুরানবাজার-নতুনবাজার সেতুর রাস্তার মাথায় ওয়ারল্যাস ও বাবুরহাটে এ অভিযান পরিচালনা হয়। অভিযান পরিচালনা করেন মডেল থানার এসআই রাসেদ, নিজাম উদ্দিন, হালিম, এএসআই পলাশ বড়–য়া, গোপাল।
চাঁদপুরের পুলিশ সুপার শামছুরনাহারের নির্দেশে সারা বাংলাদেশের ন্যায় এক যোগে চাঁদপুরে মডেল থানা পুলিশ এ অভিযান চালিয়ে অবৈধ যানবাহনের উপর অভিযান চালিয়ে জব্দ করে মামরা দায়ের করে। পুলিশ জানায় লাইসেন্স বিহীন মোটর সাইকেল,সিএনজি ও হেলমেট ছাড়া মোটর সাইকেল চালানোর কারনে পুলিশ অভিযান চালিয়ে মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়। ইদানিংকালে মোটর সাইকেল আরোহী হয়ে বিভিন্ন অপকর্ম সংঘঠিত করছে। এছারা দেশের সীমান্ত এলাকা দিয়ে প্রতিনিয়ত অবৈধভাবে মোটর সাইকেল প্রবেশ করছে। আর এসব মোটর সাইকেলে পুরো জেলা সয়লাভ হয়ে গেছে। তাই এদেরকে আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালিত হচ্ছে। ২৯ নভেম্বর থেকে শুরু করে ৫ ডিসেম্বর পর্যন্ত শহরের বিভিন্ন স্পটে পুলিশ অভিযান পরিচালনা করবে। এদিকে পুলিশ অভিযান চালিয়ে অবৈধ মোটর সাইকেল জব্দ করলেও বেশ কিছু মোটর সাইকেল রাজনৈতিক দলের নেতাকর্মীদের চাপের মুখে ছেড়ে দিতে হয়।