স্টাফ রিপোর্টার:
চাঁদপুর জেলা আওয়ামীলীগের শোক সভায় পিস্তলসহ প্রবেশ করার সময় আবুল কালাম আজাদ (৪৮) নামে চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক নেতাকে মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে । বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির প্রবেশ পথে তাকে আটক করেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুপ চক্রবর্তী। গতকাল শুক্রবার আজাদের বিরুদ্বে চাঁদপুর মডেল থানায় মামলা দায়েরের পর তাকে বিকেলে আদালতে প্রেরন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠিয়ে দেন। আজাদ শহরের মহিলা কলেজ রোডের বৈশাখী ভিলার মৃত খোরশেদ আলম মজুমদারের ছেলে। সে শহরের পুরাণ বাজারের এক জন লবনের ব্যবসায়ী বলে স্থানীয়রা জানিয়েছেন।
পুলিশ জানায়, বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা চলছিল। সভা চলাকালীন সময়ে আজাদ শিল্পকলা একাডেমীর ভিতরে প্রবেশ করার সময় মেটাল ডিডেক্টর এর মাধ্যমে অস্ত্রের সন্ধান পায় পুলিশ। এ সময় প্যান্টের পকেটে ইংল্যান্ডের তৈরী এনটিভি৩২ বোরের গুলি ভর্তি পিস্তল ও ২০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উল্যাহ অলি বলেন, আটক ব্যাক্তি পিস্তলের কোন কাগজপত্র দেখাতে পারেননি। যাচাই বাচাই করে তার বিরুদ্ধে মামলা দায়ের করা আদালতে পাঠানো হয়। আদালত পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করবেন। কি কারনে সে শোক সভায় পিস্তলসহ প্রবেশ করছিল তা, সে জানাতে পারেনি। উল্লেখ্য, শোক সভায় প্রধান অতিথি ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. দীপু মনিসহ ভি আই পি আরো নেতৃবৃন্দ। পুলিশ সূত্রে জানা যায়, এ আজাদ গত ২০০১৫ সালে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ওসমান হাজির গ্ররুপের সাথে দলীয় কোন্দলে লিপ্ত হয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পুলিশ তাকে আটক করে চাঁদপুর মডেল নিয়ে যায়। এক দিন পরে আওয়ামীলীগের সিনিয়ার নেতাদের অনুরোধে তাকে মুছলেখা রেখে ছেরে দেওয়া হয়।