চাঁদপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের ১০ প্রার্থী নির্বাচিত হয়েছেন। অপর দিকে বিএনপি–সমর্থিত প্যানেলের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ৫ প্রার্থী নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার রাত ১১টায় ঘোষিত ফলাফলে এ তথ্য জানা গেছে।
যাঁরা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন আওয়ামী লীগ–সমর্থিত প্যানেলের সভাপতি মো. আহছান হাবীব, সাধারণ সম্পাদক মো. আবদুল্লাহ আল মামুন, সিনিয়র সহসভাপতি মো. সহিদ উল্যাহ কায়ছার, জুনিয়র সহসভাপতি এম এ হালিম পাটওয়ারী, সম্পাদক মো. রেজাউল করিম, জেনারেল অডিটর পদে মো. নূরুল আমিন খান, রানিং অডিটর পদে মো. আজিজুল হক হিমেল, চেয়ারম্যান রেজিস্ট্রারিং অথরিটি পদে মো. আল-আমিন হোসেন উজ্জ্বল, সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে মো. শাখাওয়াত হোসেন শেখ ও মো. সাফায়েত হোসেন। বিএনপি–সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আলম খান মঞ্জু, সম্পাদক লাইব্রেরি পদে জেসমিন আক্তার, সম্পাদক সমাজকল্যাণ ও সেমিনার পদে মোজাহেদুল ইসলাম সাদ্দাম, সম্পাদক রেজিস্ট্রারিং অথরিটি পদে রেজাউর রহমান শাওন ও সদস্য রেজিস্ট্রারিং অথরিটি পদে শাহাদাত সরকার শাওন।