স্টাফ রিপোটার ॥
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে শহরের হাসান আলী সপ্রাবি’র সামনে থেকে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। পরে হাসান আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আব্দুল হাই।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আক্তার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরদার আবুল বাশার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসের মূল উদ্দেশ হলো প্রতিটি মানুষকে শিক্ষিত করে তোলা, যাতে করে একজন মানুষও স্বাক্ষরজ্ঞান হীন না থাকে। তিনি বলেন, যে ব্যক্তির অক্ষরজ্ঞান নেই সে চোখ থাকতে ও অন্ধ। বৃটিশ শাসনামল থেকেই আমাদের দেশে নারীদের শিক্ষা থেকে দূরে রাখা হতো। কারণ আজকে আমরা আর পিছিয়ে নেই। উন্নত বিশ্বের সাথে তাল রেখে আমরা অনেক দূর এগিয়ে গেছি। এর মূল কারণ হলো আমাদের মায়েরা আজ শিক্ষিত। মা শিক্ষিত হলে একটি জাতী অনায়েসেই শিক্ষিত হয়ে উঠবে।
হাসান আলী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. রফিকের সভাপতিত্বে ও সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কবির উদ্দিনের পরিচালনায় আলোচনা অনুষ্ঠানের জেলা প্রথামিক শিক্ষা অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।