শাহারিয়ার খান কৌশিক॥
জনপ্রিয় চ্যানেল বাংলা ভিশনের ঢাকা মেডিকেল হাসপাতালের রির্পোটার আড়ং ওয়াজেদ জয় ওরপে সাদিদ আহমেদ (৪৩) চাঁদপুর আসার পথে এমভি তাকওয়া লঞ্চ থেকে ঝাপ দিয়ে আত্বহত্যা করেছে। আজ রবিবার পোনে ১১ টায় এমভি তাকওয়া লঞ্চটি মুন্সিগঞ্জ মোক্তারপুর ব্রিজের কাছে আসলে লঞ্চের ৩য় তলা থেকে সে ঝাপ দেয়। ঝাপ দেওয়ার পূর্বে তার দুটি মোবাইল,মানিব্যাগ,আইডি কার্ড লঞ্চে রেখে যায়। এমভি তাকওয়া লঞ্চ চাঁদপুর ঘাটে অবস্থান করার পর লঞ্চের কেরানী উদ্ধার করা জিনিসপত্র চাঁদপুর নৌ পুলিশের ইনচার্জ মোশারফ হোসেনের কাছে হস্থান্তর করে। জানা যায়, ঢাকা লালবাগের কামালদা রোডের বর্তমানে চকবাজার এলাকার বাসিন্দা মৃত নূর মোহাম্মদের ছেলে আড়ং ওয়াজেদ জয় পারিবারিক কলহের জের ধরে অভিমান করে আত্বহত্যা করার জন্য ঢাকা সদর ঘাট লঞ্চ টার্মিনাল থেকে সকাল সাড়ে ৯ টায় এমভি তাকওয়া লঞ্চে ওঠে। লঞ্চটি চাঁদপুরের উদ্দেশে ছেরে এসে মুক্তারপুর ব্রিজের কাছে আসলে আড়ং ওয়াজেদ জয় তার সাথে থাকা জিনিসপত্র লঞ্চে রেখে সে নদীতে ঝাপ দেয়। এসময় ঘটনার পরে লঞ্চ কর্তৃপক্ষ লঞ্চটি থামিয়ে তাকে উদ্ধার করার চেষ্টা করে। ততক্ষনে সে পানির গভিরে তলিয়ে যায়। তাকে উদ্ধার করার জন্য মুন্সিগঞ্জের প্রশাসন নদীতে ডুবরী নামিয়েছে। এমভি তাকওয়া লঞ্চ কতৃপক্ষ নৌ পুলিশের কাছে তার জিনিসপত্র জমা দেয়।
এ ব্যপারে চাঁদপুর নৌ ফাড়ির ইনচার্জ মোশারফ হোসেন জানায়, বাংলা ভিশনের সাংবাদিক আড়ং ওয়াজেদ জয় নদীতে ঝাপ দিয়েছে। তবে কি কারনে সে ঝাপ দিয়েছে তা জানা যায়নি। তার সাথে থাকা ২টি মোবাইল ফোন,মানিব্যাগ ও চ্যানেলের আইডি কার্ড সহ কাগজপত্র লঞ্চ কতৃপক্ষ জমা দিয়েছে। তাকে খুজতে মুন্সিগঞ্জ থানা পুলিশ ডুবরী নামিয়েছে।