চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে আলাউদ্দিন গাজী (৩০) নামের এক ইভটিজারকে এক বছর বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের নেজারত ডেপুটি কালেক্টর আমিনুর রহমান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আলাউদ্দিন চাঁদপুর সদর উপজেলার রঙ্গেরগাঁও গ্রামের গাজী বাড়ির লোকমান হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আলাউদ্দিন গাজি প্রায়ই এলাকার বিভিন্ন মহিলাদের সাথে অসৎ আচরণ করে আসছিল। তার-ই ধারাবাহিকতায় বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার রোকেয়া হেল্থে কর্মরত এক মহিলা প্রতিদিনের ন্যায় কাজ সেরে তরপুরচন্ডি নিজ বাড়িতে যাওয়ার সময় আলাউদ্দিন গাজী তার পথরোধ করে। এসময় সে তার শরীরে হাত দেয়।
ঘটনাটি গ্রাম পুলিশ জানতে পেরে বখাটে আলাউদ্দিন গাজীকে আটক করে ঐ দিন রাতে চাঁদপুর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করে। পরে বৃহস্পতিবার সকালে আলাউদ্দিনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে পাঠায়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল কাইয়ুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম:
সোমবার , ১০ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২৮ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।