স্টাফ রিপোর্টার।। চাঁদপুরে ইয়াবাসহ আল আমিন খান (২৮)কে ১শ ২পিস ইয়াবাসহ আটক করেছে পুরান বাজার পুলিশ ফাড়িঁ। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিক্তিতে পুরান বাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেনের নেতৃত্বে এসআই মো. জাহাঙ্গীর আলম ও পলাশ বড়ুয়াসহ সংঙ্গীয় সদস্যরা কোহিনুর সিনেমা হলের সামনে অভিযান চালায়। এ সময় মাদক সম্রাট আলামিন ইয়াবা বিক্রির সময় তাকে হাতেনাতে ১০২পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ী আলামিন জানায়, চাঁদপুর বড় স্টেশন যমুনা রোডের মাদক ব্যবসায়ী মাহবুবের কাছ থেকে ইয়াবা ক্রয় করে এনে পুরান বাজারে খুচরা বিক্রি করে। জব্দকৃত ইয়াবাগুলো মাহবুবের কাছ থেকে এনে বিক্রির সময় পুলিশ তাকে আটক করে।
পুরানবাজার পুলিশ ফাড়িঁর ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, তাহার বিরুদ্ধে ইতিপূর্বে ও মাদক মামলা রয়েছে। সে এলাকায় ইয়াবার স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এর পূর্বে সে বেশ কয়েকবার আটক হয়ে জেল হাজতে গিয়েছে। আটকের বিরুদ্ধে মামলা দায়েরেরর প্রস্ততি চলছে।