শাহরিয়ার খাঁন কৌশিক ॥ চাঁদপুর মাদক বিরোধী বিশেষ অভিযানে চিহিৃত মাদক ব্যবসায়ি নান্নু মিজি (৩৫) কে ইয়াবা সহ হাতে নাতে আটক করাছে মডেল থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১২ টায় মডেল থানার ইনচার্জ ওলিইল্লার নির্দেশে এসআই রাশেদ ও এএসআই পলাশ বরুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে বালিয়া ইউনিয়নের উত্তর ইচলি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকৃতকে পুলিশ মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে করেছে। জানা যায়, উত্তর ইচলি গ্রামের করিম মিজির ছেলে মাদক স¤্রাট নান্নু মিজির বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। সে দীর্ঘদিন যাবত এলাকায় ইয়াবা সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিলো। এর পূর্বে তাকে ডিবি পুলিশ ৬ বার মাদক সহ আটক করে আদালতে প্রেরন করা হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানোর সময় ইয়াবা বিক্রিকালে ৪০ পিছ ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। এর আগেও তাকে বহুবার পুলিশ আটক করলেও সে প্রতিবার জেল থেকে বেড়িয়ে পুনরায় মাদক ব্যবসা পরিচালনা করছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মাদক মামলা রয়েছে।