স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৪ যুবককে আটক করেছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ও বুধবার রাতে শহরের কোড়ালিয়া রোড ও মহামায়ায় বোগদাদ বাস থেকে এদের কে আটক করে। এ ব্যাপারে পৃথক ২টি মামলা দায়ের করা হয়।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের এস আই মোতাহার হোসেন (ডিবি) সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদ পেয়ে চাঁদপুর-কুমিল্লা মহা সড়কের মহামায়া এলাকায় বোগদাদ বাসে তল্লাশি করে ২ কেজি গাঁজাসহ আশিক মিয়া (২৫) কে আটক করে। সে কুমিল্লা জেলার দক্ষিন শরীফপুর এলাকার মৃত আ:রফিকের ছেলে। গাঁজা ৭ হাজার টাকায় ক্রয় করে শরীয়তপুর নিয়ে যাচিছল। অপর দিকে বুধবার রাত সাড়ে ১২টায় ডিবি পুলিশের এস আই ইসমাইল খন্দকার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শহরের কোড়ালিয়া মুন্সি বাড়ি থেকে টেলু মুন্সির ছেলে নয়নমুন্সি(২৮),কালাম গাজির ছেলে আলম গাজি(৩০) ও সিরাজ মিয়ার ছেলে মিশু ভুঁইয়া (২৮) কে ১১৯ পিছ ইয়াবাসহ আটক করে। গাঁজা ও ইয়াবার মূল্য প্রায় ১লক্ষ টাকা বলে ডি্িব পুলিশ সূত্রে জানা গেছে। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় পৃথক ২টি মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।