চাঁদপুর : বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর জেলা পরিষদ প্রায় এককোটি টাকা ব্যয়ে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চাঁদপুরের প্রবেশদ্বারে নির্মিত ‘‘বঙ্গবন্ধু গেট’’ উদ্বোধন করেছে।
বুধবার (১৭ মার্চ) সকালে এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওসমান গণি পাটওয়ারী।
দিবসটি উপলক্ষে শিশু কিশোরদের বর্নাঢ্য র্যালি, কেককাটা, বীর মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মাহমুদ জামান, জেলা আওয়ামীলীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, স্বাধীনতা পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, বি এল এফ কমান্ডার হানিফ পাটওয়ারীসহ আরো অেেনকে।
অনুষ্ঠানে প্রায় ২শত বীর মুক্তিযোদ্ধা অংশ গ্রহন করেন।
সিনিয়র করেসপন্ডেন্ট/চাঁদপুরনিউজ/এমএমএ/