প্রতিনিধি ॥
এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষ্যে চাঁদপুর জেলা এনজিও সমন্বয় পরিষদের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ৯টায় শহরের ইলিশ চত্বর থেকে র্যালী শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনজিও সমন্বয় পরিষদের সভাপতি রাজ্জাকুল হায়দার খোকনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ লুৎফর রহমান।
বক্তব্য রাখেন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেলিম রেজা, চাঁদপুর কমিউনিটি ডেভেলপমেন্ট সংস্থার নির্বাহী পরিচালক মো. সেলিম পাটওয়ালী, মিশুকের নির্বাহী পরিচালক এন.এম. জাহাঙ্গীর, শিশু থিয়েটারের সভাপতি পিএম বিল্লাল, চাঁদপুর সূর্যের হাসি ক্লিনিকের পরিচালক রিয়াজ মাহমুদ প্রমূখ।
র্যালী ও আলোচনা সভায় জেলা ও উপজেলা পর্যায়ের স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তা ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।