শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে ৩ জন অগ্নিদগ্ধ হয়েছে। চাঁদপুর সদর হাসপাতালে আনার পর তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করে। অগ্নিদগ্ধ ৩ জন বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর ১২ টায় চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিন উপজেলার বরদিয়া আড়ং বাজরে।
জান যায়, বরদিয়া আড়ং বাজরে একটি দোকানে এলপি গ্যাসের বড় সিলেন্ডার থেকে ছোট সিলেন্ডার গ্যাস রিফিল(ভরার) করার সময় হঠাৎ বিস্পনরে আগুন লেগে যায়। ঘটনার সময় দোকানে থাকা ব্যাবসায়ি নয়ন(২২),বিশ্বনাথ(২৩), নন্দন(২৪) এর পুরো শরীরে আগুন লেগে যায়। তারা অগ্নিদগ্ধ অবস্থায় দোকানের বাহিরে আসার পর স্থারীয় দোকানিরা তাদের গায়ে পানি দিয়ে আগুন নিভায়। পরে তাদেরকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কত্যর্বরত ডাক্তার তাদের অবস্থা আশংঙ্খাজনক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করে। চাঁদপুরে এই প্রথম এলপি গ্যাসের বড় সিলেন্ডার থেকে ছোট সিলেন্ডার গ্যাস রিফিল(ভরার) করার সময় বিস্পরনে আগুন লেগে ব্যবসায়ি অগ্নিদগ্ধ হয়েছে।
হাসপাতালের ডাক্তার জানায়, গ্যাস বিস্পরনে আগুন লেগে অগ্নিদগ্ধ ৩ জনের অবস্থা খুবই আশংঙ্খাজনক। তাদের শরিরের ৭৫ ভাগ পুরে গেছে। যে কোন সময় অঘটন ঘটার সম্ভবনা রয়েছে।