ফাহিম শাহরিন কৌশিক খান
চাঁদপুর শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্কের সৃষ্টির ঘটনায় দু’জনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। গতকাল শনিবার দুপুরে অবরোধ চলাকালে তাদেরকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক গৌতম চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরক মোটর সাইকেলসহ সন্দেহজনকভাবে আটক করে থানায় নিয়ে আসে।
জানা যায়, অবরোধ চলাকালে সারাদেশের ন্যায় চাঁদপুরের বিভিন্ন স্থানে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য পিকেটাররা ককটেল ফুটিয়ে নাশকতা সৃষ্টি করে। এসব পিকেটারদেরকে আইন আওতায় এনে তাদেরকে উপযুক্ত শান্তি দেয়ার লক্ষে চাঁদপুর মডেল থানা পুলিশ শহর জুড়ে ব্যাপক অভিযান অব্যাহত রেখেছে। এ অভিযানের ধারাবাহিকতায় গতকাল শনিবার বাসস্ট্যান্ড এলাকা থেকে অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) সৈকত শাহিনের উপস্থিতিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেনঃ পূর্ব শ্রীরামদীর খোকন মিয়ার ছেলে সোহাগ (১৮) ও মধ্য শ্রীরামদীর দেলোয়ার হোসেনের ছেলে রাজিব (১৬)।
আটককৃতরা জানায়, তারা কোন দলের কর্মী নয়। মোটর সাইকেলের পেট্রোল আনার জন্য বাসস্ট্যান্ডে যায়। কোন কিছু বুঝে উঠার আগেই পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটকদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদ চলছে।
শিরোনাম:
শনিবার , ১৪ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।