গতকাল ১৫ নভেম্বর চাঁদপুরে মোট ৩৮টি করোনার স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ জন পজিটিভ। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৩.৬%। আর গত ১৪ নভেম্বর ৭১টি স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে পজিটিভ রিপোর্ট এসেছে ১২ জনের। পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬.৯%। আড়াইশ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের আরএমও এবং করোনাবিষয়ক ফোকালপার্সন ডাঃ এএইচএম সুজাউদ্দৌলা রুবেলের ফেসবুকে দেয়া একটি পোস্ট থেকে এ তথ্য জানা গেছে।
এদিকে গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনায় আক্রান্ত একজন বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলায়। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৭৯ জন।
শীত আসার সাথে তাল মিলিয়ে দিন দিন বৃদ্ধি পাচ্ছে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা। কিন্তু রাস্তায় বের হলে মনে হয় করোনা নামক কোনো রোগ নেই। খুব কম সংখ্যক মানুষ মাস্ক পরিধান করে। আর হাসপাতাল বা চেম্বারে কাউকে মাস্ক ছাড়া ঢুকতে না দিলে মনে হয় বিশাল অন্যায় করে ফেলেছি। এভাবে চলতে থাকলে সামনে পরিস্থিতি হবে ভয়াবহ। ভ্যাকসিন না আসা পর্যন্ত মাস্কই হচ্ছে ন্যাচারাল ভ্যাকসিন।
বর্তমানে চাঁদপুর জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ২৪৮৩ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৩২৯ জন। দিনের সুস্থ রোগীর সংখ্যা ৭ জন।
জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৭৮ জনের মধ্যে দীর্ঘদিন সীমাবদ্ধ থাকলেও গতকাল তা ১জন বেড়ে ৭৯ জনে বৃদ্ধি পেয়েছে। সুস্থ এবং মৃতের সংখ্যা বাদ দিয়ে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা হলো ৭৫ জন। যা চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় সূত্র থেকে জানা যায়।