চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় ৩ জন ও উপসর্গ নিয়ে ৯ জন মারা যান। ৫ আগস্ট বৃহস্পতিবার হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা.মো.সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন- মো. বাচ্চু মিয়া (৭৫), রাফিজা (৪০), রাহিমা (৭৫)। অপরদিকে উপসর্গ নিয়ে মৃতরা হলেন- সেলিনা বেগম (৫৫), জাহানারা বেগম (৬০), যোগমায়া (৭০), রওশন আরা (৫০), তাছমিয়া (৪৫), মাজেদা বেগম (৫০), বাদশা গাজী (৭০), রোকেয়া বেগম (৬৬) ও আবুল কাশেম (৭৫)।
জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় আরও ৪৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত চাঁদপুরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪৪৮ জন। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১৮৩ জনের।