জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেছেন, আত্মতুষ্টিতে ভোগলে চলবে না। করোনা পরিস্থিতি খারাপ হলে আবার অর্থনীতিসহ জীবনের অনেক কিছু থমকে যাবে। তাই এমন পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে সকলের নজর দিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলাই এখন আমাদের প্রধান দায়িত্ব হওয়া উচিৎ। গতকাল রোববার সকাল ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে এসব বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, চাঁদপুর ট্রাজিট পয়েন্টে তাই করোনা পরিস্থিত দ্রæত খারাপ হওয়ার সম্ভবনা থাকে। অতীতের ন্যায় চাঁদপুরে করোনা প্রার্দুভাব না বাড়ে সেদিকে সকলের নজর দিতে হবে।
ইউপি নির্বাচন প্রসঙ্গে ডিসি বলেন, গত ৫ জানুয়ারিতে সুন্দর একটি নির্বাচন হয়ে গেল, যে নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কোন কোন কেন্দ্রে ৮০ শতাংশের কাছাকাছি ভোটার উপস্থিতি লক্ষ্য করা গেছে। আমরা জেলার ৮টি উপজেলায় নির্বাচন ভালভাবে সম্পন্ন করতে পেরেছি। যা কিছু ঘটনা ঘটেছে তা হয়েছে কেন্দ্রের বাইরে। সকল বাহিনীর সমন্বিত প্রচেষ্টায় ৮ উপজেলায় ইউপি নির্বাচন ভাল ভাবে সম্পন্ন হয়েছে। দীর্ঘ বছর পর্যন্ত অনেকে ভোট দিতে পারেননি, তারাও এবারও নির্বাচনে ভোট দিতে পেরেছে। এজন্য সকলকে ধন্যবাদ দিতে চাই।
শহরের যানজটের বিষয়ে ডিসি বলেন, চাঁদপুরে রাস্তার তুলনায় যানবাহন বেশী তাই যানজট লেগেই থাকছে। প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে তা সহজে নিয়ন্ত্রণ করতে পারবো কিন্তা এ বিষয়ের রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন। ফিটনেস ও রেজিষ্ট্রেশনবিহীন গাড়ির বিষয়ে কড়া নজর রাখতে হবে, এ বিষয়ে কোন ছাড় দেওয়া চলবে না।
কোভিড টিকা গ্রহণ প্রসঙ্গে ডিসি বলেন, মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা কুসংস্কারের কারণে টিকা গ্রহণে পিছিয়ে রয়েছে। তাদের টিকার আওয়তায় আনতে কাজ করতে হবে। ওনারা মনে করেন মাদ্রাসায় যারা আছেন তারা করোনায় আক্রান্ত হবেন না। বিশেষ করে কওমি মাদ্রাসা এ কুসংস্কারের প্রভাব বেশী। স্বাস্থ্যবিধি না মানলে যে কেউ করোনায় আক্রান্ত হতে পারে। ১২ থেকে ১৮ বছরের শিক্ষাথীদের টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। যারা এখনো প্রথম ডোজ টিকা নেয়নি তাদের টিকা গ্রহণের বিষয়ে আমাদের কাজ করতে হবে। ৬০ উর্ধ্ব ছাড়াও প্রশাসন, আইনশৃঙ্খলা, মুক্তিযোদ্ধা, চিকিৎসক, নার্স, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা বোষ্টার ডোজ মেসেজ না পেলেও নিতে পারবেন।
৮৯টি ইউনিয়নে কমিটি রয়েছে, নির্বাহী কর্মকর্তারা সেই কমিটিকে কাজে লাগিয়ে ইউনিয়নেগুলোতে টিকা গ্রহণ কার্যক্রম তরান্বিত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেন জেলা প্রশাসক।
সভায় পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ পিপিএম বার তার বক্তব্যে বলেন, প্রতিদিন বোগদাদ ও রিলাক্স-এর বিরুদ্ধে অভিযোগ আসে, এ বিষয়ে বেশ কয়েকটি মামলাও করা হয়েছে। এদের মধ্যে রাস্তায় প্রতিযোগিতা আছে। এ দুই কোম্পানি মালিকদেরও দোষ রয়েছে। বোগদাদ ও রিলাক্সের এ অসুস্থ প্রতিযোগিতা বন্ধ করতে হবে। চালকদের মোটিভেটেট করতে কর্মশালা করতে হবে।
এসপি আরো বলেন, ইউপি নির্বাচনের কারনে এ মাসে ওয়ারেন্ট তামিল কম করা হয়েছে। জেলা প্রশাসনসহ সকলের সকল বাহিনীর সহযোগিতায় এবারের নির্বাচন বেশ ভাল হয়েছে। কারন নির্বাচনে ভোট কেন্দ্রে ব্যাপক ভোটারের উপস্থিতি ছিল।
৫ জানুয়ারির নির্বাচনে তিনটি মৃত্যুর ঘটনা ঘটেছে, এর মধ্যে দুইটি মৃত্যুর আসামী আইডেনটিটি ফাই করা হয়েছে। এসকল মৃত্যু নিরাপত্তা বাহিনীর সাথে সংর্ঘষে হয়নি, তা ঘটেছে নিজেদের মধ্যে। তবে এ নির্বাচনে ভোটাররা ভোট দিয়ে তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। করোনার চরিত্র এক এক দেশে এক এক রকম। শীত প্রধান দেশে একরকম আমাদের এখানে অন্যরকম। তাই সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বিশেষ করে মাস্ক পরাটা আমাদের নিয়মিত করতে হবে।
মন্দিরের সিসি ক্যামেরা স্থাপন প্রসঙ্গে পুলিশ সুপার বলেন, কচুয়ার সাচার মন্দির অনেক পুরোনো ও বড় মন্দির, কিন্তু দুখের ও পরিতাপের বিষয় হলো এতো বলা সত্তে¡ও মন্দিরটিতে এখনো সিসি ক্যামেরা লাগানো হচ্ছে না। তের কোটি টাকা মন্দিরের উন্নয়ন কাজে ব্যয় করা হচ্ছে কিন্তু অল্প টাকা খরচ করে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে না। এখানে হিন্দু সম্প্রদায়ের নেতৃত্বে দেওয়া নেতা পিপি রনজিৎ বাবু আছেন, আপনারা মন্দিরগুলোতে সিসি ক্যামেরা লাগানোর বিষয়ে নজর দিবেন। হাজীগঞ্জের মতো ঘটনা যেন না হয় সেদিকে আমাদের নজর আছে, তবে কখন কে কি করে বসে সেজন্য মন্দিরের নিরাপত্তার সিসি ক্যামেরা স্থাপন জরুরি।
সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসক ও পুলিশ সুপাররের নেতৃত্বে কিছূ বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে। আমাদের করোনার বিষয়ে বিগত দিনের মতো সাবধানতা অবলম্বন করতে হবে। পরিস্থিতি চাঁদপুরে ভাল। জঙ্গি ও সন্ত্রাসীরা ভাল স্থানকেই টার্গেট করে। আমাদের সব সময় সজাগ থাকতে হবে। সকল নাগরিকের নিরাপত্তা দেওয়া আমাদের কর্তব্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে বিরামহীন কাজ করে যাচ্ছে। সোমবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। যদি তিনি সেদিন দেশে না আসতেন তাহলে আমরা স্বাধীন দেশ পেতাম কিনা সন্দেহ রয়েছে।
সভায় র্যাব ১১ এর উপ পরিচালক মেজর সাকিব বলেন, জেলার ৮টি উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচন জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নেতৃত্বে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার মিলন ভাই দক্ষ ওনার টিমও অতিব দক্ষ। গত কয়েকদিন পূর্বে একদিনে ৫টি উপজেলায় অভিযান চালিয়ে ২৭জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করি। আমরা খুব অল্প কিছু অভিযোগ চাঁদপুর থেকে পেয়ে থাকি। তবে যে কেউ যে কোন সমস্যার মোকাবেলায় আমাদের ডাকতে পারেন। তবে তিনটি বিষয় ছাড়া পারিবারিক ঘটনা, ভূমি ও অর্থনৈতিক লেনদেনের বিষয়টি ছাড়া সকল বিষয় র্যাবকে জানাবেন।
সভায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, সফরমালী বাজার থেকে ব্যক্তি পর্যায়ে টাকা আদায় করা হয়। এটা যদি সরকারিভাবে করা গেলে সরকার রাজন্ব পেত। এ বিষয়টি বেশ কয়েকবার বলা হলেও কাজটি হয়নি। বাগাদী চৌরাস্তা মোড়ে কিছু দোকান রয়েছে তা উঠিয়ে দেওয়ার জন্য বলা হলেও তা উঠানো হচ্ছে না। এ দোকানগুলোর জন্য মোড় থেকে পূর্ব দিকে যাওয়ার রাস্তাটি চোখে পড়ে না।
সভায় আরও বক্তব্য রাখেন স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযেদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সিভিল সার্জন ডা. শাহাদৎ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, বিটিআরসির কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা।
সভায় এছাড়াও সকল উপজেলার নির্বাহী কর্মকর্তাগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তরা উপস্থিত ছিলেন।