রফিকুল ইসলাম বাবু চাঁদপুর।
করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে চাঁদপুরে আরো ১১ মৃত্যু হয়েছে ।
গত ২৪ ঘন্টায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তাঁরা। ১১ জনের মধ্যে চার নারী মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি ৭ পুরুষ মারা গেছেন করোনা উপসর্গ নিয়ে। বুধবার (১১ আগস্ট) সকালে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ও জেলার করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. সুজাউদ্দৌলা রুবেল এসব তথ্য জানিয়েছেন। জেলায় মোট ৫৫৯ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ মিলেছে ১৭৪ জনের মধ্যে। এতে সংক্রমণের হার ৩১.১২ শতাংশ। এদিকে, চাঁদপুরে সব মিলিয়ে করোনায় সংক্রমিত হয়েছেন ১২ হাজার ৭০০ জন। আর করোনায় মারা গেছেন ২০৮ জন। এছাড়া উপসর্গ নিয়ে আরো প্রায় সাড়ে ৫০০ জন।