শাহরিয়ার খান কৌশিক,
১ মার্চ থেকে ৩০শে এপ্রিল পর্যন্ত ইলিশের পোনা জাটকা সংরক্ষনে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদিতে জাল ফেলা নিষিদ্ধ ঘোষনা করেছে সরকার।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলা ষাটনল থেকে এবং হাইমচর উপজেলা চরভৈরবী হতে লক্ষিপুর জেলার চর আলেকজান্ডার পযর্ন্ত ১০০ কিলোমিটার নদি এলাকা সকল প্রকার জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ করেছে।
মার্চ এপ্রিল দুই মাস জাটকা নিধন আহরণ ও পরিবহন বন্ধ ঘোষণা করেছে সরকার। সরকারকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে অসাধু ব্যবসায়ীরা জাটকা মাছ ক্রয় করে নদীপথে ও সড়ক পথে পরিবহন যোগে ঢাকা সহ বিভিন্ন জায়গায় জাটকা ইলিশ পাচার করছে। চাঁদপুর পুরানবাজার ফাঁড়ী পুলিশের বিশেষ অভিযান চালিয়ে কাবার ভ্যান বোঝাই জাটকা ইলিশ মাছ জব্দ করতে সক্ষম হয়েছে।
বুধবার ভোরে চাঁদপুর সদর উপজেলার হানার্চর ইউনিয়নের সাবেক মান্নান চেয়ারম্যানের বাড়ির সামনে অভিযান চালিয়ে কাভার ভ্যান পিকআপ বোঝাই জাটকা ইলিশ জব্দ করে।
এ সময় পুলিশ গোবিন্দা গ্রামের ক্রেতা কুদ্দুস খান (২৭)কে আটক করতে সক্ষম হয়েছে।
চাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ নাসিম জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি খবর আসে কাভার ভ্যান বোঝাই জাটকা ইলিশ ঢাকায় পাচার হচ্ছে। এই সংবাদের ভিত্তিতে পুলিশ জাটকা বোঝাই পিকআপ গাড়ি আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মাছ সহ আটক ১জনকে থানায় নিয়ে আসা হয়।
তাদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানায়।