চাঁদপুরে কর্মরত কোস্ট গার্ড স্টেশন সদস্যরা মেঘনা নদীতে অভিযান চালিয়ে চাঁদপুর নৌ-টার্মিনাল ঘাটে যাত্রীবাহী লঞ্চ থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট জাল আটক করেছে।
গতকাল রোববার রাত ৯টা থেকে ১২ পর্যন্ত অভিযান চালিয়ে ঢাকা থেকে দক্ষিণাঞ্চল অভিমুখি যাত্রীবাহী লঞ্চ এম.ভি. আঁচল-৪ চাঁদপুর লঞ্চ ঘাটে অবস্থান করলে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম. মাহফুজুল ইসলাম (এক্স) বিএন-এর নেতৃত্বে টহল সদস্যরা অভিযান চালায়। এ সময় ঐ লঞ্চ থেকে ১৩টি বস্তা ভর্তি অবস্থায় ১০ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা বলে কোস্টগার্ড জানায়।
আটক কারেন্ট জালগুলো মুন্সীগঞ্জ থেকে চাঁদপুর শহরের পুরাণবাজারে সুতাপট্টি এলাকার অতিন্দ্র সাহা, সত্য নারায়ণ, লোকনাথ, মাখন, চীরব, গোপাল দেবনাথ, দয়াময় ভা-ার, মতলব স্টোর, উত্তম বর্মন ও সততা স্টোর থেকে এসব জাল আনা হয়। জালের মালিকরা জানায় ,তাদের কারেন্ট জাল বিক্রির বৈধ কাগজপত্র রয়েছে। কোস্টগার্ড এসব জাল আটক করলে আমরা তাদেরকে বৈধতার কাগজপত্র দেখিয়েছি। কিন্তু কোস্টগার্ড আইনগত প্রক্রিয়ার জন্য আমাদেরকে বলেছে।
শিরোনাম:
শুক্রবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ , ২ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।