রফিকুল ইসলাম বাবু,
চাঁদপুর মেঘনা মোহনা থেকে কোস্টগার্ড স্টেশন কমান্ডার গোপন সংবাদের ভিত্তিতে লেঃ এম এনায়েত উল্লাহ (এসডি) পিএনআরপি বিএন এর নেতৃত্বে চাঁদপুর কোস্টগার্ড সদস্য মোঃ কামরুজ্জামান পিও এর একটি অপারেশন দল শনিবার গভীর রাত থেকে অভিযান চালিয়ে এমভি জামাল-৩ ও জাহিদ-৩ হইতে ২ লক্ষ ১০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দ কারেন্ট জালের মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা। আজ বিকেলে চৌধুরী কোস্টগার্ড জেটির মাঠে পুড়িয়ে ফেলা হয়। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেঃ এম এনায়েত উল্লাহ (এসডি) পিএনআরপি বিএন বলেন নৌ পথে অবৈধ মালামাল পাচার রোধে কোস্টগার্ড অভিযান অব্যাহত থাকবে।