রফিকুল ইসলাম বাবু ॥
চাঁদপুরে কোস্টগার্ড অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে ১৮শ’ কেজি জাটকা আটক করেছে। আজ ভোরে মেঘনা মোহনার ফারহান-৩ লঞ্চটি বরিশাল থেকে ঢাকা যাওয়ার পথে এ জাটকা মাছ আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সাব লেঃ হাসানুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে সকাল ১১টায় বাগাদী রোডস্থ সিজি স্টেশনে মাদ্রাসার এতিম ও দুস্থদের মাঝে এ জাটকা বিতরণ করা হয়। এ ব্যাপারে সাব লেঃ হাসানুর রহমান বলেন, এ মাসেই জাটকা ধরার উপর নিষেধাজ্ঞা উঠছে। যতদিন এ নিষেদাজ্ঞা বলবৎ থাকবে আমাদের অভিযানও অব্যাহত থাকবে।