স্টাফ রিপোর্টার:
চাঁদপুর শহরের বিভিন্ন খাবার হোটেলে রোববার দুপুরে পরিস্কার-পরিচ্ছন্ন না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবারাহ করারা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এসময় তিনটি খাবার হোটেল থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
হোটেলগুলো হলো, বিপনিবাগ বাজারের রিজিক হোটেল এন্ড রেস্টুরেন্টে ৫ হাজার টাকা, কালি বাড়ির চাঁদপুর হোটেল ১ হাজার, ছায়াবানি রোডের রুচি হোটেলকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত।
তিনি জানান, চাঁদপুর শহরের বিভিন্ন হোটেলে নিম্যমানের তেল ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার সরবরাহ করে আসছে। তাদরেকে প্রথম পর্যায়ে সামান্য জরিমানা করা হয়েছে। এখন থেকে যদি খাবার হোটেলগুলো পরিস্কার-পরিচ্ছন্ন করে না রাখে, তাহলে সামনে থেকে আরো কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। চাঁদপুর শহরের অন্যান্য হোটেলগুলোতেও পর্যায়ক্রমে অভিজান পরিচালনা করা হবে।