স্টাফ রিপোর্টার:
: চাঁদপুর শহরের বড় স্টেশন ক্লাব রোড এলাকায় অভিযান চালিয়ে মডেল থানা পুলিশ গাজাঁ বিক্রি ও সেবন কালে মো: রবিন(১৮) ও মো: রাসেল(২০) নামে ২ যুবককে আটক করেছে। বুধবার রাত অনুমান ৭টায় বড় স্টেশন কøাব রোড এলাকা থেকে এদের কে আটক করে মডেল থাণার উপ-পরিদর্শক পলাশ। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়,রেলওয়ে ক্লাব রোড এলাকার বি এন পি নেতা জিল্লুর ভাতিজাও নাছির বেপারীর ছেলে রবিন বেপারীও একই এলাকার কসাই টিক্কার ছেলে রাসেল গাজী দীর্ঘ দিন যাবত গাঁজা বিক্রি ও সেবন করে এলাকার যুব সমাজকে ধবংস করে যাচেছ।
চাঁদপুর মডেল থানার এস আই পলাশ সঙ্গীয় র্ফোসসহ অভিযান কালে ২ যুবককে গাঁজা বিক্রি কালে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। আটকের পর তাদেরকে ছিনিয়ে নেওয়ার জন্য
চেস্টা চালায় এক দল মাদক সেবনকারী যুবক । পরে এলাকাবাসীর সহযোগিতায় তাদের কে চাঁদপুর মডেল থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে এস আই পলাশ জানান, অভিযান চালিয়ে এদেরকে গাঁজা ও গাঁজার পুড়িয়াসহ আটক করা হয়েছে। তারা ্এখন মডেল থানার হাজতে রয়েছে। এদের বিরুদ্বে মাদক আইনে মামলা দায়ের করা হবে।