শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নের এক বস্তা গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
বৃহস্পতিবার দুপুরে চান্দ্রা ইউনিয়নের পশ্চিম বাখরপুর গাজী স্কুলের সামনে এই মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ আটক করে।
এসময় ইউপি চেয়ারম্যান খানজাহান আলী পাটোয়ারী কে বিষয়টি অবহিত করার পর তিনি চাঁদপুর মডেল থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই পলাশ বড়ুয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে এক বস্তা গাঁজাসহ ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামের মনির গাজী (৩৮)ও শরিফ গাজী (৩৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় এসআই পলাশ বরুয়া জানায়,আটক মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে আটক ২ আসামিসহ রুবেল গাজি ও জামাল গাজী চারজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান খানজাহান আলী কালু পাটোয়ারী, তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, ২৫ কেজি গাঁজাসহ স্থানীয়রা মাদক ব্যবসায়ীকে আটক করে।পরে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ীকে গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।