স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুর শহরের রেলওয়ে শ্রমিক কলোনীতে শিশুদের ঝগড়া থামাতে গিয়ে প্রতিপক্ষের ঘুষির আঘাতে শফিউল্যাহ শফি (৪০) নামে যুবক নিহত হয়েছেন।
বুধবার দুপুর ১২টায় বড় স্টেশন এলাকার ওই কলোনীতে এই ঘটনা ঘটে। ঘটনার সাথ জড়িত আলী একাব্বর ঢালী ও আবু ঢালী নামে দুইজনকে আটক করেছেন পুলিশ।
নিহত শফি শ্রমিক কলোনীর মৃত শহীদ বেপারীর ছেলে। সে পেশায় একজন দিন মজুর।
চাঁদপুর মডেল থানা পুলিশ জানায়, ঘটনার সময় কলোনীতে শিশুদের মধ্যে কথা কাটাকাটি ও জগড়া বিবাদ হয়। ওই অবস্থায় নিহত শফি শিশুদের থামাতে গেলে বিষয়টি অন্য রকম ভেবে একই এলাকার স্বপন ঢালী ও আবু ঢালী শফিকে মারধর করে।
এক পর্যায়ে স্বপন শফিকে তার মাথায় স্বজোরে ঘুষি দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয় আসলে ১২.৪০ মিনিটে সে মারা যায়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওমর ফারুক জানান, শফিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করলে মৃত পাওয়া যায়। তবে ময়না তদন্ত করলে মৃত্যুর প্রকৃত কারণ জানাযাবে।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উল্যাহ অলী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে স্বপনের পিতা একাব্বর ঢলী ও তার ভাই আবু ঢালীকে গ্রেফতার করেছে। লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হবে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা অব্যাহত রয়েছে।
নিহত শফির মা আনোয়ার বেগম বাদী হয়ে স্বপন, আবু ঢালী, স্বপনের স্ত্রী শহিদা বেগম ও তার পিতা একাব্বর ঢালীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।