স্টাফ রিপোর্টার:
: চাঁদপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্রী ও গৃহবধু রাহিমা বেগম (১৯) হত্যা মামলার প্রধান আসামী আনোয়ার হোসেন পাটওয়ারী (৩০) কে ১ মাস ৮ দিন পর পুলিশ আটক করেছে। আজ বুধবার দুপুরে আসামী আনোয়ারকে চাঁদপুর মডেল থানায় আনা হয়। গতকাল মঙ্গলবার রাতে সাভার পুলিশের সহযোগিতায় চাঁদপুর মডেল থানার এসআই জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ তাকে সাভার স্মৃতিশোধ এলাকা থেকে আটক করে। বুধবার হত্যাকারী আনোয়ারের ফাঁসির দাবিতে এলাকাবাসী বিক্ষোভ ও প্রতিবাদ সভা করে। জানাযায়, চাঁদপুর সদর উপজেলা ৯নং বালিয়া ইউনিয়নের সাপদি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত জলিল পাটওয়ারীর ছেলে আনোয়ার হোসেন পাটওয়ারী, তার স্ত্রী ফরাক্কাবাদ ডিগ্রি কলেজের এইচ.এস.সির পরীক্ষার্থী রাহিমা বেগমকে যৌতুকের জন্য গত ৫ নভেম্বর রাতে হত্যা করে। তারপর লাশ বাড়ি থেকে একটু দুরে একটি গভীর জঙ্গলে ছোট একটি গাছের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। ৬ নভেম্বর পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্ত করে এবং একটি অপমৃত্যু মামলা দায়ের করে। এরই মধ্যে এলাকাবাসী ও ফরাক্কাবাদ কলেজের শত শত ছাত্র-ছাত্রী হত্যাকারীর গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল, ওই এলাকার প্রধান সড়ক অবরোধ ও প্রতিবাদ সভা করে। পরে চাঁদপুরের পুলিশ সুপার শামছুন্নাহারের নির্দেশে মডেল থানার পুলিশ ৮ নভেম্বর ৬ জনকে আসামী করে ছাত্রীর পিতা আঃ হাইকে বাদি করে একটি হত্যা মামলা করে। মডেল থানার তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন ব্যাপক চেষ্টা চালিয়ে কুষ্টিয়া, হাজীগঞ্জ, সিলেট, কুমিল্লা, চট্টগ্রামসহ বিভিন্ন জায়গায় চেষ্টা চালায়। অবশেষে গত মঙ্গলবার রাতে মামলার প্রধান আসামী আনোয়ার হোসেনকে ঢাকা সাভার এলাকা থেকে আটক করে। অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তদন্তকারী কর্মকর্তা জানান। আজ বৃহস্পতিবার হত্যাকারী আনোয়ারকে চাঁদপুর আদালতে ৫ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে বলে তদন্তকারী কর্মকর্তা জাকির হোসেন জানান।