চাঁদপুর নিউজ রিপোর্ট
চাঁদপুরে ৫টি পৌরসভা নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২শ’ ৬২ জন প্রার্থী চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় করছেন। এর মধ্যে মেয়র পদে ১৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫১ জন।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন রোববার ৪ জন মেয়র, ৩১ জন কাউন্সিলর এবং ১ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী প্রার্থীতা প্রত্যাহার করেন।
মতলব, হাজীগঞ্জ, কচুয়া, ছেঙ্গারচর ও ফরিদগঞ্জ পৌরসভায় আগামি ৩০ ডিসেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে।
৫ পৌরসভায় ১৯ জন প্রার্থী মেয়র পদে চূড়ান্তভাবে অংশ নিচ্ছে। এর মধ্যে মতলবে ৩ জন, ফরিদগঞ্জে ৪ জন, ছেঙ্গারচরে ২ জন, হাজীগঞ্জে ৬ জন এবং কচুয়ায় ৪ জন।
অপরদিকে ৫টি পৌরসভায় কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ২শ’ ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ১শ’ ৯২ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৫১ জন।
৫ পৌরসভায় চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন-
মতলব পৌরসভায় বিএনপির এনামুল হক বাদল, আ’লীগের আওলাদ হোসেন লিটন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাসুদ মিয়াজী। এছাড়া ৩৮ জন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মোট ৫১ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফরিদগঞ্জে বিএনপির হারুনুর রশিদ, আ’লীগের মাহফুজুল হক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা দেলোয়ার হোসেন এবং বিএনপির বহিষ্কৃত নেতা ও বর্তমান মেয়র মঞ্জিল হোসেন। এছাড়া ৫৪ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মোট ৬৭ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছেঙ্গারচরে আ’লীগের রফিকুল আলম জর্জ ও বিএনপির সারোয়ারুল আবেদিন খোকন। এছাড়া ৩৪ জন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মোট ৪৬ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাজীগঞ্জে বর্তমান মেয়র বিএনপির আব্দুল মান্নান খান বাচ্চু, আ’লীগের মাহবুবুল আলম লিপন, জাতীয় পার্টির সেলিম মাহমুদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. শাহজাহান, স্বতন্ত্র প্রার্থী ও একেএম শাহাবুদ্দিন শাহিন এবং আ’লীগ নেতা ওমর ফারুক চৌধুরী। এছাড়া ৩৬ জন কাউন্সিলর ও ১৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মোট ৫৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
কচুয়ায় বর্তমান মেয়র বিএনপির হুমায়ুন কবির প্রধান, আ’লীগের নাজমুল আলম স্বপন, ইকবাল আজিজ শাহিন ও বিএনপি নেত্রী গাজী শাহিন। এছাড়া ৩০ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর। মোট ৪৬ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।