স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে ছেলের সাথে অভিমান করে পিতা মো: ওয়াহেদ(৪০) গলায় ফাঁস দিয়ে আত্রহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার বিকেলে শহরের প্রফেসার পাড়া মোল্লা বাড়ি রোডের লতিফ চৌধুরীর বাড়িতে।তার পারিবারিক সূত্রে খবর নিয়ে জানা যায়,ওয়াহেদ চৌধুরীর ছেলে সোহেল চৌধুরী পিতার অবাধ্য হয়ে নেশায় জড়িয়ে পড়ে। ওয়াহেদ চৌধুরী ছেলে সোহেল চৌধুরীকে নেশার পথ থেকে সড়ে যেতে বলে,সে এ পথ থেকে সড়ে না গিয়ে বেশী করে নেশা করতে থাকে । ছেলেকে নেশা করার পথ থেকে সড়াতে না পেরে আত্রমর্যাদার কথা চিন্তা করে ওয়াহেদ চৌধুরী তার নিজের জীবন বিসর্জন দেন। পুলিশ ওয়াহেদ চৌধুরীকে উদ্বার করে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক ইকবাল হোসেন তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।