শাহরিয়ার খাঁন কৌশিক ॥
চাঁদপুরে মেঘনায় জাটকা নিধন বিরোধী অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল, ১৫ কেজি জাটকাসহ ৩৩ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। শুক্রবার রাত ১২ টায় এনডিসি লিটুচ লরেন্স চিরান ভ্রাম্যমান আদালত বসিয়ে ২৭ জেলেকে ১ বছরের সাজা প্রদান করেন। শুক্রবার দুপুরে নৌ-পুলিশের এসপি শাহরিয়ার নৌ পুলিশের ইনচার্জ মোশারোফ হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে পদœ-মেঘনা নদীতে অভিযান চালায়। সন্ধ্যায় নির্বাহী ম্যাজেষ্টেট রাসেদ মোঃ কামাল নৌ-পুলিশকে সাথে নিয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে জেলেদের আটক করে। পৃথক অভিযান চালিয়ে ৩৩ জেলেকে আটক করার পর ৩ জনের বয়স কম হওয়ায় তাদেরকে ছেড়ে দেয় নৌ-পুলিশ। রাতে এনডিসি লিটুচ লরেন্স চিরান ভ্রাম্যমান আদালত বসিয়ে আটককৃতদের মধ্যে ২৭ জেলেকে ১ বছরের সাজা প্রদান করেন ও আরো ৩ জনের বয়স কম হওয়ায় তাদেরকে মুচলেখা রেখে ছেড়ে দেয় । নৌ-পুলিশ জব্দকৃত অবৈধ কারেন্ট জাল চাঁদপুর লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে দেয়। জব্দকৃত ১৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরনের জন্য নির্বাহী ম্যাজেষ্টেট নির্দেশ প্রদান করে।নৌ-পুলিশের এসপি শাহরিয়ার জানায়, নদীতে হয় কারেন্ট জাল থাকবে আর না হয় আমরা থাকবো। কোন অবস্থাতেই কারেন্ট জাল দিয়ে জেলেদের মাছ ধরতে দেওয়া হবে না। কারন কারেন্ট জাল দেশের শত্রু। যে সব জেলেরা এই জাল দিয়ে মাছ ধরবে তাদেরকে আটক করে জেলে পাঠানো হবে। কারেন্ট জলের সাথে কোন আপোষ নেই। নদীতে নৌ পুলিশের অভিযান অভ্যাহত থাকবে।