রফিকুল ইসলাম বাবু ॥
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০১৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে র্যালি প্রধান অতিথি হিসেবে র্যালি উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশসুপার শামছুন্নাহার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান। র্যালিটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূণরায় হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনাসভায় মিলিত হয়। আলোচনা শেষে মাঠে দুর্যোগ মোকাবেলায় প্রস্তুুতমূলক মোহড়া অনুষ্ঠিত হয়।