স্টাফ রিপোর্টার:॥ ‘‘ জল আছে যেখানে, মাছ চাষ সেখানে’’ এ প্রতিপাদ্য কে সামনে রেখে (১৯-২৫ জুলাই) চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ এর মূল্যায়ন, পুরস্কার বিতরণী ও সমাপণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৬ উদযাপন জেলা কমিটির আয়োজনে সোমবার দুপুর ২ টায় শহরের ওয়ারলেছ এলাকার বিআরডি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্ম আব্দুল হাই। তিনি বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। চাঁদপুর ইলিশের রাজধানী হিসাবে পরিচিত। এ সম্পদ কে রক্ষা করে চাঁদপুরের ঐতিহ্য ও সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
তিনি আরোও বলেন, চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জাটকা, মা ইলিশ রক্ষায় ব্যাপক অভিযান পরিচালনা করছেন। যদি ভরা মৌসুমে সঠিক পরিমানে ইলিশ পাওয়া যায় তাহলেই কার্যক্রম সফল ও সার্থক হবে। আগামী নভেম্বর মাসে মা ইলিশ রক্ষায় অভয়াশ্রম রয়েছে। জেলা প্রশাসন মা ইলিশ রক্ষায় সকলের সহযোগীতা কামনা করেন।
জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান, চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মদ, মৎস বিজ্ঞানিক ড. আনিসুর রহমান, প্রেসক্লাব সভাপতি বি এম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহমেদ মৃধা।
জেলা মৎস্য অধিদপ্তরের জরিপ কর্মকর্তা কর্মকর্তা মোঃ কাইয়ুম তালকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, মহিলা কাউন্সিলর শাহনাজ আলমগীর, সফল খাঁচায় মাছ চাষী মোঃ আলমগীর হোসেন মিয়াজী, মৎস্যজীবি সমিতির সভাপতি মালেক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক তছলিম বেপারী, জেলা কান্টি ফিশিং বোটের সাধারণ সম্পাদক শাহ আলম বেপারী।
আলোচনা সভা শেষে ৪ ক্যাটাগরিতে রুই জাতিয় রেনু পোনা উৎপাদনে মতলব উত্তর উপজেলার তারেক ইমাম চৌধুরী, খাচায় মাছ চাষে নারী উদ্যোক্তা সদর উপজেলার শাহনাজ আলমগীর, পুকুরে মাছ উৎপাদনে বিল্লাল গাজী, ও প্লাবন ভূমিতে মাছ চাষে ফরিদগঞ্জ উপজেলার কামাল হোসেন মিয়াজী কে সন্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।