চাঁদপুর : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৩৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোক র্যালী, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টায় শহরের অঙ্গিকার পাদদেশে প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন এসব কর্মসূচীতে অংশ নেয়।
জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর, জেলা আওয়ামীলীগের সভাপতি ড. মোহাম্মদ শামছুল হক ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলালসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন। এরপর জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিরোনাম:
মঙ্গলবার , ১০ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।