স্টাফ রিপোর্টার ॥
জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর নিঃশর্ত মুক্তির দাবিতে গতকাল রোববার দেশব্যাপী দ্বিতীয় দফা হরতালের অংশ হিসেবে চাঁদপুর জামায়াতের উদ্যোগে শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। এর আগে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত প্রথম দফা ২৪ ঘণ্টা হরতাল পালন করে জামায়াত। হরতালের কারণে চাঁদপুর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। শপিংমলসহ ব্যবসা প্রতিষ্ঠান অধিকাংশই ছিল দুপুরের আগ পর্যন্ত প্রায় বন্ধ । ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। তবে যাত্রী সংখ্যা অনেক কম। অধিকাংশ শিা প্রতিষ্ঠান বন্ধ দেখাগেছে। চাঁদপুর শহরের সড়কগুলোতে রিকশা ও অটোরিকশা কিছুটা চললেও সিএনজি চলেছে খুবই কম।
প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ বুধবার দেলাওয়ার হোসাইন সাঈদীকে ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদন্ড দেন। অন্যদিকে জামায়াতে ইসলামী আল্লামা সাঈদীকে নির্দোষ দাবি করে তার মুক্তি চেয়ে ওই দিনই এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বৃহস্পতি ও রোববার দুই দিনের হরতালসহ শুক্রবার দোয়া এবং শনিবার সারাদেশে বিােভ কর্মসূচি ঘোষণা করেন। প্রথম দফায় বৃহস্পতিবার চাঁদপুরসহ সারাজেলায় জামায়াতের হরতাল পালিত হয়। দ্বিতীয় দফা হরতালের সমর্থনে শনিবার বিকেল থেকে জেলার বিভিন্ন স্থানে মিছিল বের করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান রোববারের হরতাল শান্তিপূর্ণভাবে সফল করতে দলীয় নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। অন্যদিকে হরতালে যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলা শহর এবং উপজেলা শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল ।