অভিজিত রায় ঃ
বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীর মানবতা বিরোধী মামলার রায়ের বিরুদ্ধে আপিল শুনানী শেষে আমৃত্যু পর্যন্ত কারাবরণ রায় ঘোষণার পর জামায়াত-শিবির সারাদেশ ব্যাপি বৃহস্পতিবার ও রোববার হরতাল ডেকেছে। গতকাল প্রথম দিনের হরতাল উপলক্ষ্যে শহর জুড়ে ছিলো চাঁদপুর মডেল থানা পুলিশের ব্যাপক তৎপরতা। এদিকে হরতাল চলাকালে
চাঁদপুর থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার বাস সহ ভারি যানাবাহন। চাঁদপুর শহরে গতকাল বৃহস্পতিবার ভোর রাত থেকে গভীর রাত পর্যন্ত গুরুত্বপূর্ণ স্থান সমূহ সকল ধরনের নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদীকে অপরাধে মানবতা বিরোধী আর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল দু’টি মামলায় ১টিতে আমৃত্যু পর্যন্ত কারাদন্ড ও অপরটিতে ১০ বছরের কারাদন্ডের রায় দিয়েছে বিচারপতি মোজাম্মেল হোসেনের ব্যঞ্চ।
এ রায় ঘোষণার পর দেশে জামায়াত শিবির হরতাল ঘোষনা করেছে । তাই সারা দেশের ন্যায় চাঁদপুরেও পুলিশ মোঃ সুপার আমির জাফরের নির্দেশে শহরের প্রতিটি পয়েন্ট ছিলো কড়া নিরাপত্তা। গতকাল হরতালে চাঁদপুর শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সকাল থেকে শহরের সর্বত্র ১০/১৫টি পুলিশের মোবাইল টিম গঠন করে শহরে মিনি ট্রাক যোগে টহল ব্যবস্থা জোড় দার করা হয়। পুলিশের পর্যাপ্ত উপস্থিতির কারনে গতকাল হরতালের ১ম দিন জামায়েত ইসলামীর নেতা কর্মীরা চাঁদপুর শহরে কোন মিছিল বের করেনি। শহরতলীর অদুরে ইসলামপুর গাছতালা এলাকায় শিবির কর্মীরা গাছকেটে রাস্তায় ফেলে রাখে। জামায়েত ইসলামীর হরতালের ডাকে দেশ ব্যাপি নৈরাজ্যের আশংখ্যায় চাঁদপুর বাস টার্মিনাল থেকে দূর পাল¬ার সকল সড়কে চলাচল কারী বাস চলাচল বন্ধ ছিল। শহর থেকে ফরিদগঞ্জ, হাইমচর, মতলব, হাজিগঞ্জ, কচুয়াসহ সকল উপজেলায় সিএনজি স্কুটার ও ব্যাটারী চালিত অটো বাইক চলাচল করেছে। স্কুলের পরিক্ষা স্বাভাাবিক নিয়মেই হয়েছে। চাঁদপুর লঞ্চ টার্মিনালে যাত্রি না থাকায় লঞ্চ চলাচল কিছুটা বাধাগ্রস্থ হয়েছে। শহরের চলাচল কারী সকল পরিবহন নিত্য দিনের মতই চলাচল করেছে।
শিরোনাম:
মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ , ২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এই ওয়েবসাইটের যে কোনো লেখা বা ছবি পুনঃপ্রকাশের ক্ষেত্রে ঋন স্বীকার বাঞ্চনীয় ।