স্টাফ রিপোর্টার:॥
চাঁদপুরে রেলওয়ে পুলিশ ট্রেন যোগে গাঁজা পাচার কালে মো: রিয়াজ (২০) নামে এক যুবককে আটক করেছে। সে ব্রাহ্মনবাড়িয়া জেলার বালিউরা গ্রামের ছালাম মিয়ার ছেলে। গতকাল শনিবার রাত প্রায় ১০টা ২৫ মিণিটে চাঁদপুর স্টেশন ফ্লাট ফর্মে মেঘনা এক্রপ্রেস ট্রেন থেকে নামার সময় ওসি উছমান গনি পাঠানের নির্দেশে এস আই কামাল হোসেন তাকে আটক করে। পরে তার হাতে থাকা স্কুল ব্যাগ তল্লাশি করে ১ কেজি গাঁজা উদ্বার করে। রিয়াজ জানায়, সে লাকসাম থেকে গাঁজা গুলো বহন করে পাচারের উর্দেশে চাঁদপুর নিয়ে আসে। এ ব্যাপারে রেলওয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নং১ তাং২৫-৬-২০১৬। রেলওয়ে থানার অফিসার ইনচার্জ উছমান গনি পাঠান জানান,ট্রেনে তল্লাশী চালিয়ে মাদকসহ এক জনকে ধূর্ত করা হয়। ট্রেনে ঈদ উপলক্ষ্যে আভিযান চলবে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে। আটক ব্যাক্তিকে মাদক আইনে মামলা করে চালান দেওয়া হয়েছে।