রফিকুল ইসলাম বাবু
চাঁদপুর জেলা আইনশৃংখলা কমিটির সভা আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় । চাঁদপুর জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও এানমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন,চাঁদপুর জেলাকে মাদক মুক্ত করতে হবে। এ জন্য মাদক সেবনকারীর পাশাপাশি মাদকদ্রব্য বিক্রিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। তাদের তালিকা তৈরী করতে হবে । তাহলেই মাদক নিয়ন্ত্রন করা সম্ভব হবে । সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ নছির উদ্দিন আহমেদ,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুজ্জামান,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বি এম হান্নান,সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ ।