: চাঁদপুর শহরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের বাংলো বাড়িতে পুলিশ তল্লাশী অভিযান চালিয়েছে।
বৃস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এই অভিযানে পুলিশ কাউকে আটক করতে পারেনি। কোনো ধরণের অস্ত্রশস্ত্রও পায়নি। অভিযানকালে বাসার প্রায় অর্ধশত কর্মচারীকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেওয়া অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, মামলার আসামী ধরতে এই অভিযান চালানো হয়। অভিযান কালে বাসার বিভিন্ন ভবনের কক্ষতে তল্লাশী করা হয়। এ সময় বাসার কেয়ারটেকার ও অন্যান্য কর্মচারীরা সেখানে ছিলেন।
অন্যদিকে, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন এবং চলমান আন্দোলনে নেতা-কর্মীদের মনোবল ভেঙে দিতে হীন উদ্দেশ্যে পুলিশ এই অভিযান চালিয়েছে।
চাঁদপুর জেলা বিএনপি ও ১৮ দলীয় জোটের নেতৃবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
প্রসঙ্গত, গত পাঁচ বছরে এই প্রথম চাঁদপুর শহরে বিএনপির কোন শীর্ষ নেতার বাসভবনে পুলিশের অভিযান চালানো হলো।
এদিকে, অবরোধের শেষ দিনে চাঁদপুরে বিভিন্নস্থান থেকে পুলিশ চারজনকে আটক করে।